Call

৭২ ঘন্টার পরে ইহা সেবন করালে গর্ভপাত ঘটবেনা। ৭২ ঘন্টার মধ্যে ইহা পিল সেবন না করলে প্রেগন্যান্ট হতে পারে। কারণ ইহা সহবাসের ৭২ ঘন্টা পরে কাজ করে না। ইহা যেহেতু ইমার্জেন্সি পিল তাই ইহার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে যা যা ঘটতে পারে - 


  • ইহা সেবন করলে অনিয়মিত মাসিক দেখা দিতে পারে।
  • মাথাব্যথা হতে পারে।
  •  বমি বা বমি বমি ভাব।
  • পেটে মোচড় দেওয়া।
  •  মাসিকে অধিক রক্তক্ষরন।
  • দুর্বল লাগা৷ 

তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমকন ট্যাবলেট এর কার্যকরী ক্ষমতা 72 ঘন্টা। আর এটি 72 ঘন্টা পর খেলে গর্ভপাত হবে না এমনকি কিছুই হবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ