শেয়ার করুন বন্ধুর সাথে

আমার মতে বিসিএস প্রিলিতে পাস করা সবচেয়ে কঠিন। কারণ বিসিএস প্রিলিতে লাখ লাখ পরীক্ষার্থী থাকে। কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী থেকে লিখিত পরীক্ষার জন্য প্রায় ১০ হাজার/১৫ হাজার/২০ হাজারের মত নেওয়া হয়। এবার ৪০ তম বিসিএসে ৪ লাখের বেশি আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই চার লাখের মধ্যে ২০ হাজার জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। ৪ লাখের মধ্যে ২০ হাজার জনের মধ্যে একজন হওয়া কম কথা নয়। তাছাড়া প্রিলি না টিকলে তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করত পারবেন না। তাছাড়া প্রিলিতে কোন নির্দিষ্ট পাস নম্বর নেই। কোন বছর প্রিলিতে ১০০ নম্বর পেয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হতে পারেন। আবার কোন বছর প্রিলিতে ১০৫ নম্বর পেয়েও লিখিত পরীক্ষার জন্য মনোনীত নাও হতে পারেন। বিসিএস লিখিত ও বিসিএস ভাইভাতে নির্দিষ্ট পাস নম্বর আছে। বিসিএস লিখিত পরীক্ষায় শতকরা ৫০ ভাগ নম্বর পেলে ভাইভার জন্য মনোনীত হবে। বিসিএস ভাইভাতে শতকরা ৫০ ভাগ নম্বর পেলে ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য করা হবে। বিসিএস লিখিত ও বিসিএস ভাইভা সহজ তা কিন্তু বলছি না। যেহেতু প্রিলিতে না টিকলে বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না,সেহেতু আমার কাছে লিখিত ও ভাইভার তুলনায় প্রিলিতে পাস করাটাই বেশি কঠিন মনে হচ্ছে। (আমার ব্যক্তিগত মতামত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ