ষাটমূলক পদ্ধতি সহজভাবে বুঝিয়ে দিন?
শেয়ার করুন বন্ধুর সাথে
MdAbuSaeed

Call

ষাটমূলক পদ্ধতি : এই পদ্ধতিতে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে এক এক ভাগকে এক ডিগ্রি বলা হয়

| প্রতি ডিগ্রিকে 60 মিনিটে এবং প্রতি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়।


1 সমকোণ = 90°

1° = 60'

1' = 60"

ক্ষুদ্রতম ভাগগুলাে 60 বলে এর নামকরণ ষাটমূলক হয়েছে। কোণ পরিমাপের এই একককে সাধারণ

পদ্ধতি বা বৃটিশ পদ্ধতিও বলা হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ