তানিয়া প্রথমে ১২ কি.মি. যায় উত্তরে।পরে ১২ কি.মি. যায় পশ্চিমে।সেখান থেকে ৬ কি.মি. দক্ষিণে যায়।যাত্রাস্থান থেকে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত? ক. ৯ কি.মি. খ.১৩.৪২ কি.মি. গ. ১১ কি.মি. ঘ.৬ কি.মি. বি.দ্র. : ব্যাখ্যা আবশ্যক।
শেয়ার করুন বন্ধুর সাথে
যাত্রাস্থান হতে তানিয়ার দুরত্ব ১৩.৪২ কি.মি. ।
ধরি তানিয়া A স্থান থেকে উত্তর দিকে 12 কিমি গিয়ে B তে গেল।
এরপর B থেকে পশ্চিম দিকে 12 কিমি গিয়ে C তে গেল।
এরপর C থেকে দক্ষিণ দিকে 6 কিমি গিয়ে D তে পৌঁছালো।
এখন AB এর মধ্যবিন্দু E হলে AE=6 কিমি। DE=BC=12 কিমি। তানিয়ার যাত্রাস্থান A হতে D এর দুরত্ব AD ।
AED একটি সমকোণী ত্রিভুজ যার কোণE=90° । অতএব,
AD=root(62+122)=root(180)=13.42
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ