আমার ল্যাপটপ এর ডেক্সটপ এ my computer icon এ একটা ক্লিক করলে are you sure you want delete icon আসে। তার পরে যে কোন ফাইল open করতে গেলে এটা আসে।
Share with your friends

বুঝতে পেরেছি। যখন Are you sure you want to delete it?  এই লেখাটি আসে তখন yes এ ক্লিক করে ডিলিট করে দিন। এরপর নতুন করে আবার My  Computer shortcut তৈরি করে নিন। এটা করার জন্য windows+ e চাপুন।  এখন দেখুন my computer খুলে গেছে। এখান থেকে my computer  এর উপর মাউস রেখে ড্রাগ করে ডেস্কটপে নিয়ে যান তা হলেই হবে।

Talk Doctor Online in Bissoy App