১০ টা ডিমের মধ্যে দুইটা খেল, দুইটা ভাঙ্গল আর দুইটা সিদ্ধ করল। আর কয়টি ডিম আছে??
শেয়ার করুন বন্ধুর সাথে

এখনো ৮ টি ডিম অবশিষ্ট আছে। কারন মাত্র ২টি ডিম খাওয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

৬ টি ডিম আছে । কারণ ২টি খেয়েছে এবং ২টি ভেঙ্গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আর ৮টি ডিম আছে। কারণ সে ২টি ডিম সিদ্ধ করল, তারপর সে সিদ্ধ ডিম ২টির খোসা ছাড়ালো (ভাঙ্গল) এবং তারপর তা খেল। অর্থ্যাৎ (১০ - ২) = ৮টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

০১. ২ টি ডিম সেদ্ধ করে সেই ২ টি ডিম ভেঙ্গে সেই ২ টি ডিমকেই খাওয়া হলে ৮ টি। অর্থাৎ যে ২ টি ডিম সেদ্ধ করা হলো সেই ২ টি ডিম খেতে হলে অবশ্যই ডিম ২ টি কে ভাংতে হবে।  আবার এমনও হতে পারে অর্থাৎ এখানে যে ২ টি ডিম ভাঙ্গা হয়েছে তা ফেটে গেছে বা সামান্য একটু ভেঙ্গে গেছে কিন্তু নষ্ট হয়নি। সেক্ষেত্রেও ৮ টি। কেননা সেদ্ধ করা ২ টি ডিম বহাল তবিয়তে আছে। ০২. যদি এসবের অন্যথা হয় তবে ডিম থাকবে ৬ টি। অর্থাৎ ২ টি খাওয়া হয়েছে এবং ২ টি ভেঙ্গে নষ্ট হয়েছে এবং সেদ্ধ করা ২ টি ডিম বহাল তবিয়তে আছে। ০৩. যদি তারও অন্যথা হয় তবে ডিম থাকবে ৪ টি। সেদ্ধ করা ডিম ২ টি শুদ্ধ ডিমের মধ্যে গণনা করা না হয় এবং ভাঙ্গা ২ টি পুরোপুরিই ভেঙ্গে নষ্ট হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ