আমাদের বৈদ্যুতিক মিটারে 4.0 Kwh লেখা উঠে,,তাহ‌লে আমাদের বিদ্যুৎ বিল কত??গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দিন/
Share with your friends

4.0 Kwh মানে চার ইউনিট।

এখন প্রতি ইউনিট বিদ্যুতের দামের সাথে ইউনিট গুন করলে বিল কত হয়েছে তা পাবেন।

যেমন ধরুন, প্রতি ইউনিট যদি ১০ টাকা হয় তাহলে

১০ x ৪ = ৪০ টাকা।

এভাবে পুরো মাসে যত ইউনিট খরচ হয় তত টাকা বিল আসে।

সাথে এক্সট্রা কিছু বিলও আছে।

Talk Doctor Online in Bissoy App

Kwh হলো ইউনিট। পল্লী বিদ্যুতের প্রতি ইউনিট 4.5 - 5 টা.কা। তাহলে, আপনার 4 Unit এর দাম হলো, 4.5*4 = 18 টা.কা। অথবা, 5*4 = 20 টা.কা। ভ্যাট প্রযোজ্য।

Talk Doctor Online in Bissoy App

আপনার লেখা অনুসারে আপনি ৪ কিলোওয়াট ঘণ্টা বা ৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। সে হিসেবে আপনার বিল হওয়ার কথা (৪×৫)=২০ বা এর আশেপাশে।

কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুসারে সর্বনিম্ন বিদ্যুৎ বিল পে করা যাবে ১১০ টাকা।(ভিন্ন এলাকায় ভিন্ন হতে পারে।) তাই আপনি ৪ ইউনিট খরচ করুন বা খরচ নাই করুন- আপনাকে ১১০ টাকাই জমা দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App