শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সেটা নির্ভর করে সেখানকার মানুষ কেমন ইন্টারনেট ব্যাবহার করে৷ আর তারা ই-কমার্স সাইটের পন্যগুলোকে কেমন বিশ্বাস করে? আসলে না বুঝে শুনে অযাথা এই ধরনের বিজনেস করতে গিয়ে অনেকে ধরা খেয়েছেন।  আমার প্রতিবেশী এই ধরনের বিজনেস করতে গিয়ে বছর শেষে হিসাব করে ১ লক্ষের মতো ক্ষতি হয়। সে তো খুবই ভেঙ্গে পরেছিল। আশাকরি আপনি এই ধরনের ব্যাবসা করার আগে অনেক পরিকল্পনা করে নিবেন।  অর্থের অংকটা হিসাব করে দেখেন যে আপনি কি এই অর্থ দিয়ে ই-কমার্স সাইট কতটা উপযোগী? আনুমানিক ৫-১০ লক্ষ এমনেই ব্যাবসা শুরু করতে লাগতে পারে (ইউনিয়ন) ৷ এছাড়া ব্যাবসা শুরু করার পর আরো অর্থ পকেট থেকে ব্যাবসার পেছনে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ