একাদশ শ্রেণির কলেজ ট্রান্সফার শিক্ষাবোর্ডভেদে বিভিন্ন তারিখ/বিভিন্ন মাসে শুরু হয়ে থাকে। যেমন: কোন বোর্ডে হয়তো সেপ্টেম্বর মাসে কলেজ ট্রান্সফার শুরু হতে পারে,অাবার কোন বোর্ডে অক্টোবর মাসের ১ম সপ্তাহে কলেজ ট্রান্সফার শুরু হতে পারে,অাবার কোন বোর্ডে অক্টোবর মাসের শেষ সপ্তাহে কলেজ ট্রান্সফার শুরু হতে পারে,অাবার কোন বোর্ডে ডিসেম্বর মাসে কলেজ ট্রান্সফার শুরু হতে পারে ইত্যাদি। আপনার বোর্ডে কখন কলেজ ট্রান্সফার শুরু হবে তা জানতে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে নজর রাখুন এবং কলেজ অফিসের সাথে যোগাযোগ রাখুন। সায়েন্স থেকে কমার্সে ভর্তি হওয়া যায়। বর্তমান যে কলেজে ভর্তি অাছেন অাসন খালি থাকা সাপেক্ষে সে কলেজে সায়েন্স থেকে কমার্সে ভর্তি হতে পারবেন। এক কলেজের সায়েন্স থেকে অন্য কলেজের সায়েন্সে ট্রান্সফার হতে পারবেন। আমার জানামতে, এক কলেজে সায়েন্স থেকে ট্রান্সফার হয়ে অন্য কলেজে কমার্সে ভর্তি হতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ