Share with your friends
Call

Narration টা হচ্ছে Tense এবং Sentence নিয়ে একটি খেলা মাত্র। বক্তা যা বলে, তাই Narration /Speech. Narration দুই প্রকার। যথাঃ Direct এবং Indirect. Direct Narration : বক্তা নিজের মুখ দিয়ে যা বলে, তাই Direct Narration. যেমন- He said, “ I have done my breakfast.” বক্তার বাণী সাধারনত (“…” ) ইনভারটেড কমার ভেতর বসে।ইনভারটেড কমার ভেতরের অংশকে Reported Speech বলা হয়। এখানে “ I have done my breakfast” হচ্ছে reported speech আর He said হচ্ছে reported verb. Indirect Narration : বক্তার কথা যখন অন্য কেউ তার মত করে বলে, তখন তাকে Indirect Narration বলা হয়। যেমন- He said that he had done his breakfast. প্রাসঙ্গিক কথা বললাম, এবার চলে আসি মুল কথায়। Direct Narration থেকে কিভাবে Indirect Narration এ রুপান্তরিত করতে হবে এর Tips গুলো নিচে দেওয়া হল - Step- 1 : প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে বক্তার কথা বা ইনভারটেড কমার ভেতরের অংশটুকু বা Reported speech কোন Sentence এ আছে। ইনভারটেড কমার ভেতরের অংশ বা Reported speech এর Sentence অনুসারে Reported verb এর কাজ করতে হবে। যথাঃ 1. Assertive Sentence এর reported verb এ said হুবহু বসাতে পারি অথবা Told বসাতে পারি। N.B : told এর পর to বসানো যাবে না । যেমন- He told me/ He said to me… 2. Interrogative Sentence এর Reported verb এর জায়গায় ask/asked বসাতে হবে। যেমন- He asked me… 3. Imperative Sentence এ অবস্তা বিবেচনা করে Ordered/commanded/requested/proposed/advised/prohibited ইত্যাদি বসাতে হবে। যেমন- He requested me… 4. Optative Sentence এ prayed/wished বসাতে হবে। যেমন-Mrs. Rehana wished the students… 5. Exclamatory Sentence এ অবস্তা বুঝে Exclaimed with joy/Exclaimed with wonder/Exclaimed with sorrow বসাতে হবে। যেমন- He exclaimed with wonder… Step -2 : Indirect Narration এ যেহেতু ইনভারটেড কমা তুলে দিব, সুতরাং reported speech এবং reported verb এর মাঝে একটা Linker বসাতে হবে। Linker অবশ্যই ইনভারটেড কমার ভেতরের অংশ/ reported speech এর Sentence অনুসারে বসাতে হবে। এখন, Reported speech 1. Assertive sentence হলে linker হিসাবে ‘ That’ বসাতে হবে 2. Interrogative Sentence যদি WH Questions ( What, How, Why, When, Which, What, Whom, Whose) দিয়ে হয় তাহলে কোন Linker ব্যবহার করতে হবে না। অন্যথায়, If অথবা Whether বসাতে হবে। 3. Imperative Sentence এ linker হিসাবে ‘To’ বসাতে হবে। না-বোধক কোন কিছু তাকলে To এর আগে Not বসাতে হবে। অধিকন্তু, Imperative Sentence যদি Let দিয়ে শুরু হয়, তাহলে linker হিসাবে That বসাতে হবে। NB: ‘To’ এর পর সবসময় মুল verb হয়। 4. Optative Sentence এ linker হিসাবে That বসাতে হবে। 5. Exclamatory Sentence এ অনুরুপভাবে Linker হিসাবে That বসাতে হবে। Step-3 : ৩য় ধাপে বক্তার কথা বা ইনভারটেড কমার ভেতরের অংশটুকু বা Reported speech কোন Tense এ আছে তা দেখতে হবে। তারপর আপনি … 1. Present Indefinite হলে Past Indefinite Tense এ রুপান্তরিত করবেন 2. Present Continuous হলে Past Continuous এ রুপান্তরিত করবেন 3. Present Perfect হলে Past Perfect এ রুপান্তরিত করবেন 4. Present Perfect Continuous হলে Past perfect continuous এ রুপান্তরিত করবেন 5. Past Indefinite হলে Past perfect এ রুপান্তরিত করবেন 6. Past continuous হলে Past perfect continuous এ রুপান্তরিত করবেন Hi,উপরের ৩টা ধাপ শিখতে পারলে আপনার Narration/Speech শেখা ৯০% শেষ ! Step-4 : Reported verb এর subject ও object অনুসারে Reported speech এর Subject, Object কনভার্ট করতে হবে। Step-5 : এই ধাপ এ কিছু word এর রুপান্তর করতে হবে। যেমন- Direct Narration এ যদি Here থাকে, Indirect Narration এ There বসাতে হবে। এইরকম আরও কিছু ওয়ার্ড নিচে দেওয়া হল ঃ Come-Go Now-Then This-That These-Those Ago-Before Thus-So Hither-Thither Today-that day Tomorrow-The next day/the following day Yesterday-The previous day Last month-The previous month Tonight-That night Last night-The previous night Next week-The following week অনুরুপভাবে, Model Auxiliary এর ও রুপান্তর হয়। যেমন- Shall-Should Will-Would Can-Could May-Might শেষকথাঃ মানুষ সে তার অবস্থান অন্য যে কারো চেয়ে ভাল বুঝে । এটা আপনার বেলায় যেমন সত্য, আমার বেলায় তেমনি সত্য । যাইহোক, মুল কথা অন্য জাগায়। আপনি আয়ত্ত্ব করতে পারলে সব Step গুলো একবারেই শেষ করে ফেলেন । কটিন মনে হলে, যতটুকু পারবেন টিক ততটুকুই পড়েন । একসাথে সব পড়ার দরকার নেই । আশা রাখা যায়, উপরুক্ত ৫ টি ধাপ আয়ত্ত্ব করতে পারলে ব্যবহারিক ৯৫ % সমস্যা সমাধান করা যাবে । ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App