তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে।আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে।১৭৮৭ সালের পূর্বে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহ এর মধ্য দিয়ে উত্তর -পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতো।কিন্তু ১৭৮৭ সালের সংঘটিত ভূমিকম্পগুলো তে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়ে যমুনা নামের নতুন শাখানদী এর সৃষ্টি হয়। এটি দক্ষিনের গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী নামে পরিচিত। গঙ্গার সাথে মিলিত হয়ে এটি পদ্মা নাম ধারণ করেছে। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ২৮৯৭ কি.মি.।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ