যে বইটিতে প্রশ্ন, পেজ বেশী সেটি কিনতে পারেন। বিভিন্ন সাবজেক্ট জন্য বিভিন্ন বই ভালো। ICT Leacture বই ভালো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এইচ এসসি আর্টসের জন্য কোন বই টা ভালো বা কোন কম্পানির বই ভালো সেটা বলা কঠিন,কারন কোনো লেখকের হয়তো একটা টপিক ভালো লেখা হয়েছে আবার অন্য আর এক লেখকের হয়তো অন্য চেপ্টারটি ভালো হয়েছে,তবুও কিছু বই আছে যেগুলা বহুদিন ধরে সাফল্য অর্জন করে আসছে যেমন:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেখক মাহবুবুর রহমান  সিসটেক পাবলিকেশন্স ঢাকা।  কৃষি শিক্ষার জন্য ফরহাদ আহাম্মেদ, তাছাড়া অক্ষরপত্রের বই গুলি মোটামুটি ভালো,এই গুলা কিনতে পারেন। মোট কথা হচ্ছে,যেকোনো কম্পানির একসেট বই কিনে পড়ুন,আর বাকি বই গুলার দিকে নজর রাখুন। আশা করি উত্তর পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ