আমাকে HCl এসিডের কিছু ব্যবহার দিন....5-6 বা এর বেশি দিবেন.......

~8ম শ্রেণীর জন্য.....


Share with your friends
Call

★নানা রূপ শিল্প প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক এসিড প্রচুর ব্যবহৃত হয়। ★স্টিলের ময়লা পরিষ্করণে এই অ্যাসিড প্রচুর ব্যবহৃত হয়। ★ওষধ ও চামড়া শিল্পে ব্যবহার হয় ★ইস্পাত তৈরির কারখানায় ব্যবহার হয়

Talk Doctor Online in Bissoy App

HCL এর ব্যবহারঃ-

  • শিল্পকারখানাতে HCl ব্যবহৃত হয়। 
  • খাদ্যদ্রব্য হজম করতে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 
  • ইস্পাত তৈরির কারখানায় এটি ব্যবহৃত হয়।
  • চামড়া শিল্পে এর ব্যবহার রয়েছে।
  • বিরঞ্জক হিসেবে HCl ভালো কাজ করে। 
  • ঔষধ শিল্পে এর ব্যবহার রয়েছে।
  • পরীক্ষাগারে বিভিন্ন যৌগ উৎপাদনে HCl ব্যবহার করা হয়। 
  • স্টিলের ময়লা পরিষ্কার করতে এটি ব্যবহৃত হয়। 
  • আমাদের অন্ত্রে ও পাকস্থলীতে HCl উৎপন্ন হয়। 
Talk Doctor Online in Bissoy App