Blue Ftp দিয়ে ছবির আইকন বদলানো যাবে।কীভাবে?,,বুঝিয়ে বলবেন।plz
Share with your friends

গেমের ছবি বদলানোর জন্য Blue Ftp হলেই যথেষ্ট নয়।এর জন্য আলাদা একটা সেমবিয়ান অ্যাপস আছে যা সেমবিয়ান ফোনে সাপোর্ট করে,,, কিন্তু কিছু কিছু জাভা ফোনেও অ্যাপসটি সাপোর্ট করে।অ্যাপসটির নাম tools cutter.jar/vxp আপনার ফোনে অ্যাপসটি সাপোর্ট কোরলেও জাভা ফোন দিয়ে games এর আইকন বদলানো খুব কঠিন।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ..

Talk Doctor Online in Bissoy App

আমি ব্লুএফটিপি দিয়েই অনেক গেম এবং এ্যাপের ছবি বদলিয়েছি।এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে তা হল আপনি যে জাভা ফাইলটির ছবি বদলাতে চান সেটি ব্লু এফটিপি দিয়ে ওপেন করুন।তারপর সেখানে থাকা সব ফাইল গুলোতে সিলেক্ট করে কপি করে অন্য ফোল্ডারে রাখুন।এখন যেটি পরিবর্তন করতে চান সেটির নাম ঐটাতে লাগান।তারপর আগের ফাইলটি বের করে নতুনটি সেখানে রেখে যান মেনুতে গিয়ে সব গুলো ফাইল সিলেক্ট করে Compres Jar এ ওকে করুন তারপর সব গুলো আস্তে আস্তে ওকে করুন।তারাহুরো ছাড়া।এরপর আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে দেখুন File.Jar নামে একটি ফাইল আছে সেটি ইনস্টল করে দেখুন আপনার কাজ হয়ে গেছে।

Talk Doctor Online in Bissoy App