কীভাবে আমি ফাইল হাইড করব? আমার খুব প্রয়োজন?How Can I Do File Hide Of Blue Ftp?We Very Need Us..Plz
Share with your friends
Call
আপনি File hide.Jar ব্যবহার করে অনেক সহজে বিভিন্ন ফাইল হাইড করতে পারবেন।এই অ্যপের সাইজ মাত্র ১০ কেবি।
blue ftp অনেক ভালো তবে ফাইল হাইড করার জন্য উক্ত অ্যপটিই অনেক ভালো বলে আমি মনে করি।

আরেকটি নিয়ম আছে।যেটি ব্যবহার করে ফাইল হাইড করলে কোনো অ্যাপের প্রয়োজন হবে না।
প্রথমে আপনি যে ফাইলগুলো হাইড করতে চান তা একটি ফোল্ডারে রাখুন।
এবার ফোল্ডারটি রিনেম করে ২৫০ টি অক্ষর লিখুন।
এবার ফোল্ডারটি ওপেন করে দেখুন আপনি যে ফাইলগুলো রেখেছেন সেগুলো আর নেই।
এবার ফাইল আনতে হলে ফোল্ডারটি আবার রিনেম করে কম অক্ষের একটি নাম দিয়ে দিন।
তাহলেই আবার ফাইলগুলো দেখা যাবে।
Talk Doctor Online in Bissoy App

আপনি Blue Ftp দিয়ে ফাইল হাইড করার থেকে filehide অ্যাপস ডাউনলোড করুন, এটা দিয়ে খুব সহজে filehide করতে পারবেন।ডাউনলোড লিংকঃ http://m.phoneky.co.uk/java-software/apps/down/1/filehide_v12-130245.jar

Talk Doctor Online in Bissoy App