HMMOBAROKBD

Call

তখকার দিনে বন্ধুদের আড্ডা মানে ছিলো,একসাথে ঘুরতে যাওয়া,দল বেঁধে সিনামা হলে যাওয়া,আর ফিরে এসে ওখানকার সব ছোট-কাট বিষয় নিয়ে মেতে উঠা৷  তখনকার শুক্রবার এর কথা বেশ স্বরণীয়,বন্ধুরা সবাই মিলে বিলের মাঝে পিকনিক কর,শুধু শাক,ডিম আর আলো ভর্তাও হতো কখনো কখনো পিকনিক এর মেনু৷ আর তারপর সাপ্তাহ খানিক শুধু ঐকথাগুলো আলেচনা করা৷  এখনও তখন--রাগ আর অভিমান বন্ধুদের মধ্যকার এক অবিচ্ছেদ্য অংশ৷ যেখানে যাই করি কারো না কারো সাথে রাগ হতো৷ কিন্তু এটা দীর্ঘস্থায়ী হতে দিতে না অন্যান্য বন্ধুরা৷   আমি ফিরে যেতে চাই,, সেই হারানো দিন গুলোতে৷  কিন্তু সম্ভব না৷               

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ