অ্যান্ড্রয়েড অ্যাপস যেমন Google. gmail. maps.email.আর ও অন্যান্য অ্যাপসের ভিতরে যেমন permissions বা অনুমতি অপশন থাকে।এই permissions বা অনুমতির অপশনের মধ্যে যেমন location. phone. storage থাকে এগুলো বন্ধ করলে ফোনের কি কোন ক্ষতি হয়।  
Share with your friends
Call
না কোন ক্ষতি হবে না। কিন্তু আপনি অসুবিধায় পরতে পারেন। যেমন মনে করুন যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে স্টোরেজ পারমিশন তুলে নেন, তবে গুগল ক্রোম থেকে আপনি কিছু ডাউনলোড বা আপলোড করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন।
Talk Doctor Online in Bissoy App

ফোনের কোনো ক্ষতি হবে নাহ,কিন্তু আপনি যেকোনো এপস কে পারমিশন না দিলে ওইটা আপনি সঠিক ভাবে ব্যাবহার করতে পারবেন না।   

Talk Doctor Online in Bissoy App

পারমিশন জিনিস টা হলো ধরুন আপনি storage পারমিশন টা allow করে দিলেন তাহলে ওই এপস টা আপনার সকল ফাইলের access অথাৎ অনুমতি নিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App