তারপর ছোট ছোট গুটি গুলা আরও বেশি হয়।  ত্বকের ভিতর অনেক জায়গায় শক্ত হয়েছে গুটি গুলা চুলকায়। এখন আমি কি করব ভাল একটা সমাধান চাই। আর আমি কোন ফেসওয়াস ব্যবহার করতে পারব?
Share with your friends
Call

ফোনা প্লাস জেল আপনি কতদিন ধরে  ব্যবহার করেন জানি না।তবে আমি ২/৩ সপ্তাহ ব্যাবহার করে দেখেছিলাম স্কিন পুরে কালো হয়ে গিয়েছিলো।।।।যদি এ রকম লক্ষন দেখা দেয় তাহলে এটি ব্যবহার বন্ধ করে দিন।।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি বর্তমানে সকল প্রকার ক্রিম ও ফেসওয়াস ব্যাবহার করা থেকে বিরত থাকুন। মুখে কাচাঁ হলুদ ও দেশী নিমের পাতা বেটে ব্যাবহার করুন। পর্যাপ্ত পরিমানে পানি পান করুস। রাতে সর্বনিম্ন ৮ ঘন্টা ঘুমান। আর হামদর্দ কম্পানির SAFI (ছাফী) সিরাপটি সেবন করুন ৩ টা ফাইল এক টানা। আশাকরি ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App

সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভাল ফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App