শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

জীবনে সবছে প্রয়োজন যা,তারমধ্য অন্যতম-★একজন ভালো বন্ধু -(একজন বন্ধু একটা বই এর সমান,আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান৷)  ★সৎ ছেলে--(মানুষ মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে যা রেখে যায়,তারমধ্যে একটা হলো -সৎ ও আদর্শবান ছেলে৷)     ★নিজের মধ্যে সততা --(সততার ছেয়ে উৎকৃষ্ট গুণ আর কি হতে পারে৷)      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জীবনে একজন মানুষের সর্বপ্রথম ভালো-মন্দ সম্পর্কে জ্ঞান থাকা দরকার । তারপর মানুষের আচার আচরণ, ভালো কাজ করার অদম্য আগ্রহ,  অন্যায়কে প্রশ্রয় না দেওয়া , পরিবারের দেখাশোনা, সন্তানদের ভালো হতে শিক্ষা দেওয়া ইত্যাদি সম্পর্কে জ্ঞান জীবনে প্রয়োজন  ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষের জীবনে মৌলিক চাহিদার সাথে সবচেয়ে যেটি থাকা প্রয়োজন সেটি হলো টাকা টাকা আর টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ