আমার ডান চোখের উপরের পাতার ভিতোরে একটা গোটা হয়... প্রায় ২ মাস যাবত ভুগছি ...।। ইস্পাহানি চক্ষু হাসপাতালে গেলাম... তারা বললো অপারেশন করতে হবে... ভিতরে নাকি ময়লা আছে... যাই হোক , আমার অপারেশনে ভয় লাগে।। আর তার থেকে বড় কথা আমার এক বন্ধুরো এই রকম হয়েছিল তার পর আমিই তাকে একটি হোমিও প্যাথিক ডক্টোরের কাছে নিয়ে যাই এবং সে সুস্থও হয়... পরে সে আমাকেও ওই ডাক্তারের কাছে নিয়ে যায়...। ওই ডাক্তার আমাকে ২ রকমের ঔষধ দেন...। যদিও তিনি বলেছেন কুরবানির ঈদের পর আবার যেতে...। কিন্তু প্রায় ১৫ দিন যাবত তার দেওয়া ঔষধ খাচ্ছি কিন্তু কোন উন্নতি দেখছি না...।। অপারেশন ব্যাতিত কিছু করা যায় কিনা কেউ যদি সাহায্য করতেন উপকৃত হতাম :-)
শেয়ার করুন বন্ধুর সাথে