Call

image


FeCl2তে Fe এর জারন সংখ্যা +2 যা Cl2 এর সাথে বিক্রিয়া শেষে +3 জারণ সংখ্যা লাভ করেছে।

যেহেতু Fe এর জারন সংখ্যা বৃদ্ধি পেয়েছে সুতরাং এ বিক্রিয়ায় Fe একটি বিজারক পদার্থ এবং এর জারন ঘটেছে।

অপরদিকে Cl2 এর জারন সংখ্যা 0 থেকে কমে -1 হয়েছে।সুতরাং এ বিক্রিয়ায় Cl2 জারক পদার্থ এবং এর বিজারন ঘটেছে।

অর্থ্যাৎ, উক্ত বিক্রিয়ায় একই সাথে জারন ও বিজারন বিক্রিয়া সংঘটিত হয়েছে।


Talk Doctor Online in Bissoy App
SDEmon

Call

জারণ : 2Fe2+ ->2Fe3+2e বিজারণ : cl2+2e ->2cl

Talk Doctor Online in Bissoy App