কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হলো সাটলিপি বা শর্টহ্যান্ড এর উপর দক্ষতা। সাটলিপি হলো প্রতীক সহায়ক একটি ভাষা। কারো বক্তৃতা শুনে সাথে সাথে লিখে ফেলার জন্য এই ভাষা ব্যবহার করা হয়। সাটলিপি লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর চাকরি নিতে হলে বাংলা এবং ইংরেজীর উপর সাটলিপি জানতে হবে এছাড়া কম্পিউটার দিয়ে টাইপ করাও জানতে হবে। ভাইবা পরীক্ষায়  মূলত আপনার এই দক্ষতা গুলোই প্রমাণ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ