আমরা যারা মুসলিম ধর্মের আমরা যদি মোবাইলে স্কিনে লেখা কোরআন মোবাইলে দেখে পাঠ করি সেকেত্রে আমাদের অজু করা লাগবে কিনা?
শেয়ার করুন বন্ধুর সাথে

অযু ছাড়া মোবাইলে কোরআন দেখে দেখে পড়া যাবে |


কিন্তু কুরআন মোবাইলের স্কিনে স্পর্শ করতে হলে 
অবশ্যই অযু করতে হবে |
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

হ্যা!অযু ছাড়াই পড়া যাবে৷  অনেক আলেমগন স্পর্শ করাকেও নাজায়েয বলেন, তাদের কথার ভিত্তি হলো স্ক্রীনে কোন আবরন নেই বিধায় সরাসরি আয়াতে স্পর্শ হয় যা নাজায়েয৷ তবে এ ক্ষেত্রে তাত্বিক কথা বলো মোবাইল স্ক্রীনে আবরন আছে৷ তাছাড়া অধিকাংশ মোবাইলে গ্লাস পেপারও থাকে যা স্পষ্ট আবরন৷ তাই স্ক্রীনে থাকা কুরআন শরীফ অযু ছাড়া স্পর্শ করাও বৈধ৷ তবে অযু সহ স্পর্শ করাই উত্তম৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ