একেক ফোন একেক রকম সহনশীল ভাবে তৈরি করা হয়ে থাকে তাই ঠিক কত দিনে নষ্ট হবে তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয় । যেমন Nokia ফোনগুলো পানিতে পরলেও তা রোদে শুকিয়ে আবার ঠিকঠাক ভাবে চালানো যায় আবার কিছু কিছু ফোন পানিতে পরার সাথে সাথেই ফোনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তাতে ফোনের অনেক পার্সও নষ্ট হয়ে অকার্যকর হয়ে পরে । যে কোন ফোন পানিতে পড়লে তৎক্ষনাৎ পানি সম্পূর্ন শুকিয়ে এরপর অন করা উচিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ