Sabbir245

Call

না শুধু গুগল আইডি কানেক্ট করাই যথেষ্ট। ফেসবুক আইডি লাগবে না ।

Talk Doctor Online in Bissoy App
Call

জিমেইল আইডি (গুগোল আইডি) কানেক্ট করে  Google Play Games নামের একটা এপস আছে সেটাতে গেইমসের সকল ডাটা সংগ্রহ করে রাখে, অনেকটা অটোমেটিক ক্লাউড স্টোরেজের মতো কাজ করে। আর গেইমসের ডাটাগুলো যখন গেইমসে ঢুকা হয় তখনই সেটা ব্যাকআপ করে নেয়। আর এই পদ্ধতি Clash Of Clan (COC) এর ক্ষেত্রেও ঘটে। সে জন্য অধিকাংশ গেইমের ক্ষেত্রে Google Play Games কানেক্ট করলেই ডাটাগুলো ব্যাকআপ হয়ে যায়। ফেসবুকও অনেক গেইমসের ডাটা সংগ্রহ করে রাখে যেমন: বর্তমানে জনপ্রিয় PUBG গেইমস। তবে আমার জানা মতে Clash Of Clan এর ক্ষেত্রে ফেসবুক আইডি কোনো ডাটা সংগ্রহ করে রাখে না। তবে শুধু Google Play Games কানেক্ট করলেই সকল ডাটা সংগ্রহে থাকবে৷ তাই ফেসবুক কানেক্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই এক্ষেত্রে।

Talk Doctor Online in Bissoy App