আমি আমার বাসার ২টা এ্যান্ড্রয়েড ফোনে আমার একটি জিমেইল এ্যাকাউন্ট এ্যাড করি। তো আজকে পিসি তে জিমেইল এ্যাকাউন্ট এ প্রবেশ করি এবং এর পাসওয়ার্ড চেন্জ করি এবং চেন্জ করার পর আমার উক্ত এ্যান্ড্রয়েড ডিভাইস দুটির নাম আসে। (samsung j2 & symphony v75) সেখান থেকে আমি সম্ভবত ডিবাইস দুটি ডিলেট অথবা অন্য কিছু করে ফেলি। তার পর থেকে দুইটি ফোনই অন করলে 'wellcome' লেখা উঠে থাকে। সেখান থেকে next করলে cellular data, text message, incoming call এর জন্য সিম সিলেক্ট করতে বলে। শুধু wifi network searching হয়। এমন কি সেখানে skip option ও থাকেনা। সর্বপরি ফোনটি পুরোপুরি ভাবে ওপেন হয় না। আমি সিম কার্ড খুলেও ট্রাই করেছি। এবং power বাটন vollume বাটন এর মাধমে রিসেট ও দিয়েছিলাম। [বিঃ দ্রঃ এভাবে ফোন অন করে রাখলে শুধু মাত্র কল আসে]
Share with your friends