আমি twitter এ দুইটা id খুলেছি। দুইটিরই @ এর পর অনেক বড় id.কি করলে @ এর পর ছোট id হবে
Share with your friends
Call

 আমার জানা মতে সেটা ছোট করা যাবে না টুইটারের পক্ষ থেকে যেরকম দেওয়া সে রকম সেখান থেকে কমাতে পারবেন না,,       

Talk Doctor Online in Bissoy App
Call

@ এর পর যেটা থাকে তাকে ইউজারনেম বলা হয়। ইউজারনেম সবসময় ইউনিক হতে হয়, টুইটারে আপনি সর্বনিম্ন ৪অক্ষরের ইউজারনেম দিতে পারবেন তবে সেটি ইউনিক হতে হবে,  ৪অক্ষরের মধ্যে 'letter&number' ব্যবহার করতে পারবেন। ইউজারনেম যদি ছোট করতে চান তাহলে আনকমন কোন নাম বা সংকেত ব্যবহার করুন,এরসাথে ২/১টি সংখ্যাও অ্যাড করে দিয়ে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App