ব্যাটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হল বলার এর প্রতি মনোযোগী হওয়া এবং সিম দেখা। আপনি প্রথমত পেশ বলে রক্ষণাত্বক মোডে খেলতে থাকুন। কোনভাবেই আক্রমনাত্বক খেলতে যাবেন না । এতে বল শরীরে লেগে যেতে পারে ফলে আপনার মনোবল ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি প্রতিদিন ১০০ বল রক্ষনাত্বকভাবে প্রাকটিস করতে পারেন। পরিশেষে সেটা বলব তা হল সবসময় আত্ববিশ্বাসী থাকবেন। মনে রাখবেন সে যদি দৌড়ে এসে বলটা সোজা মারতে পারে আপনি দারিয়ে থেকে সেটা কেন মারতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Saiyankhan

Call

আপনি একা দুইটা বল কাট করবেন বল কেমন হয় তা আগে বুঝবেন ভয় পাওয়া কিছু নেই খেলতে হলে একটু আকটু ব্যাথা লাগতে পারে আপনি যে কেও বলে ছক্কা মারতে পারবেন যদি আপনি ভয় না পেয়ে বল দেখে ব্যাট গুরাতে পারেন দেখবেন আর ভয় লাগবে না         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ