6 মাসে অর্থাৎ, 180 দিনে আপনার মধু লাগবে (180x20) বা, 3600 মিলি লিটার। 1 লিটার বা, 1000 মি.লি. মধুর ওজন 0.913 কেজি। সুতরাং, 1 মি.লি. মধুর ওজন (0.913/1000) কেজি সুতরাং, 3600 মি.লি. মধুর ওজন (0.913x3600 / 1000) = 3.2868 কেজি। তার মানে, 6 মাসে আপনার জন্য মধুর দরকার হবে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ