শেয়ার করুন বন্ধুর সাথে

পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তৈরি পেস্ট কে বলে মিল্ক অফ লাইম।  অন্যদিকে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার বলে।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • লাইম ওয়াটার মানে চুনের পানি, কিন্তু মিল্ক অফ লাইম এক ধরণের পেস্ট।
  • লাইম ওয়াটার Ca(OH)2 এর পাতলা দ্রবণ, মিল্ক অফ লাইম পানি ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর পেস্ট।
  • মিল্ক অফ লাইমে পানি যুক্ত করলে লাইম ওয়াটার পাওয়া যায়, কিন্তু লাইম ওয়াটার হতে মিল্ক অফ লাইম পেতে তাপ দিতে হয়।
  • লাইম ওয়াটার এর তুলনায় মিল্ক অফ লাইম অধিক ঘন।
  • লাইম ওয়াটার ঘরবাড়ি ওয়াশ করতে, মিল্ক অফ লাইম পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ