কিন্তু বেশি প্রব্লেম না হলেও সারাক্ষন অনুভব করতে পারি লিংগের ভেতরে একটু অসস্থি বোধ হচ্ছে , কয়েকদিন হলো এমন হচ্ছে ,  কখনো এমন হয় যে বেশি পরিশ্রম করলে প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে , আমার বিষয় তা এরকম না,  গত মাস থেকে ছাফী সিরাফ খাচ্ছি 
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call
আপনার এই সমস্যাটি অ্যালার্জি,প্রোস্টেট  ইনফেকশন,  ইত্যাদি অনেক কারণে হতে পারে।নিচের টিপস গুলি মেনে চলুন,প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিন। 
  • প্রচুর পরিমাণে জল পান করুন। 
  • প্রতিদিন কমপক্ষে তিনবার লেবুর শরবত খান অথবা বেলের শরবত খান।  
  • প্রচুর শাক সবজি খান।  
  • ভাজাপোড়া এড়িয়ে চলুন।  
  • প্রতিদিন কমপক্ষে একটি ডাবের পানি খান।  
  • সপ্তাহে দুইদিন পালংশাক খাওয়ার চেষ্টা করুন।  
  • প্রতিদিন দুই থেকে তিন কাপ টক দই/মিষ্টি দই খান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ