শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এদের মধ্যে সবথেকে বড় পার্থক্য এদের সংজ্ঞার মধ্যেই রয়েছে।সাধারণত কোষদেহের ভিতরে সাইটোপ্লাজম দানাযুক্ত ও তন্তুময় অংশকে বলা হয় নিউরোপ্লাজম।এই নিউরোপ্লাজমে অসংখ্য নিউক্লিওপ্রোটিন নির্মিত দানা থাকে, এদেরকেই নিজল দানা বলে ।   আর নিসল দানা মূলত প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও মুক্ত পলিরাইবোসোম নিয়ে গঠিত হয়।  অর্থাৎ,  এদের মূল পার্থক্য হল নিজল দানা নিউক্লিওপ্রোটিন নির্মিত দানা দিয়ে সৃষ্টি হয় আর নিসল দানা মূলতই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও মুক্ত পলিরাইবোসোম দিয়েই গঠিত হয়।  নিজল দানাকে আপেক্ষিক মসৃণ লাগলেও নিসল দানা অমসৃণ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ