RushaIslam

Call

এটি আসোলে গুজব ব্যতীত কিছুই নয়। এটি কেবল আজ নয়,অনেক দিন আগেই শুনেছিলাম এবং ব্যাপারটি নিশ্চিতভাবেই জেনেছিলাম। প্রতিটি সিরিয়াল যেমন ভাবে শেষ হয়,সেভাবেই ডোরেমনকে শেষ করার জন্য বলা হয়েছিল। ফলে ডোরেমনের লেখক ফুজিকো এফ. ফুজিও এটির সমাপ্ত অংশ লেখেন যাতে ডোরেমনকে কাল্পনিক একটি রোবট হিসেবে তুলে ধরা হয়েছিল এবং তাকে পুরোপুরিভাবে হারিয়ে যেতে দেখা গিয়েছিল। এই শোকে নোবিতাকেও পাগলপ্রায় দেখানো হয়েছিল। অনেকেই বলে ডোরেমন  কে মৃত দেখানো হয়েছে,কিন্তু ফুজিকো এফ. ফুজিও কেবল সেটিকে কাল্পনিক একটি রোবট বলেই সিরিয়াল টি সমাপ্ত করতে চেয়েছিলেন। নোবিতা কে শেষে সাকসেসফুল একজন ব্যক্তি দেখানো হয় যার স্ত্রী সিজুকা। কিন্তু এই লাস্ট পর্ব প্রচার হয়নি। লেখনি ফাশ হবার পরেই অনেকেই প্রতিবাদ করতে,এমনকি মিছিলও করে,ফলে এটির লাস্ট এপিসোড এখনো প্রচার হয়নি। মূলত ফুজিকো এফ. ফুজিও এর লেখনি ফাশ হবার ফলেই এত প্রতিবাদ হয়েছিল,বাস্তবে এ পর্ব আর দেখানোই হয়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফুজিও এফ ফুজিকো যখন ডোরেমনের সমাপ্তি ঘোষণা করতে চান তখন ডোরেমনের বিপুল ভক্তগোষ্ঠী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে থাকে। কারণ ডোরেমনের শেষ হওয়াটা কেউই মেনে নিতে চায় নি। এ কারণে তিনি এটির শেষ না করে লিখে চলেন। পরবর্তীতে আরো একবার শেষ করার চেষ্টা করা হলেও একই ব্যাপার ঘটে। এর ফলে শেষ এপিসোড প্রচার আর সম্ভব হয় না।  তবে এই ঘটনাগুলি আমরা যে কার্টুন দেখি এটাকে নিয়ে নয়, এর মূল যে মাঙ্গা সিরিজটি ছিল সেটাকে কেন্দ্র করে।  তবে ডোরেমনের জনপ্রিয়তা মাঙ্গা সিরিজের ন্যায় কার্টুন হিসেবেও তুমুল। তাই ডোরেমন শেষ করা মানেই বাণিজ্যিকভাবে এর সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ব্যাপক ক্ষতি। তাই এর শেষ করাএ চিন্তা আর করা হয় না। এটি এখনো নতুন কাহিনি প্রচার করে চলছে যা ফুজিও এফ ফুজিকোর লেখাকে সম্পাদনা করে বা নতুন সংযোজন করে তৈরি হচ্ছে। আপনি চাইলে একটি লেখা পড়তে পারেন- https://www.cyberbn.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ