শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এক্ষেত্রে নারীর তুলনায় পুরুষের পাথর হওয়ার হার বেশি। ৪০ বছরের পর থেকে পুরুষের পাথর হওয়ার ঝুঁকি বাড়ে, ৭০ বছর পর্যন্ত চলতে থাকে। ছেলেদের ক্ষেত্রে ।যাদের প্রস্রাবের প্রদাহ বেশি হয়,টিউবুলার অ্যাসিডোসিস রয়েছে তাদের এটি হবার সম্ভাবনা প্রবল,তবে একক কারণ জানা যায়নি।নারীদের ক্ষেত্রে ৫০ বছর বয়স থেকে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।নানান কারণে বৃক্কতে পাথর হতে পারে যেমন মেটাবলিক কারণ কিংবা পরিবেশগত কারণ। আবার ক্যালসিয়ামের অভাব,বেশি লবণ খেলে,পর্যাপ্ত পরিমাণ পানি না পান করলে,জিনগত কারণে,ওজনাধিক্য এবং ডায়াবেটিস এর ফলে,ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এর ফলেও এটি হতে পারে।এই পাথর কিডনি, মূত্রনালি, মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তায় হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ