উদাহরণ সহ। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার উভয় মিলে ঊ-কার হয়।(ঊ-কার পূর্ববর্তী ব্যন্জন ধ্বনির সাথে যুক্ত হয়) যেমন: উ+উ=ঊ[মরু+উদ্যান=মরূদ্যান] উ+ঊ=ঊ[বহু+ঊর্ধ্ব= বহূর্ধ্ব] ঊ+উ=ঊ[বধূ+উৎসব=বধূৎসব] ঊ+ঊ=ঊ[ভূ+ঊর্ধ্ব=ভূর্ধ্ব] এখানে প্রত্যেক ( ূ ) পূর্ববর্তী ব্যন্জনের সাথে যুক্ত হয়েছে। মরু এর সাথে (  ূ  ) যুক্ত হয়েছে, তেমনি বহু,বধূ,ভূ এর সাথে (ূ) যুক্ত হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ