এবছর কোনvpnটা চলছে
Share with your friends

অনেক ভিপিএনই পাবেন। কিন্তু একটাও ঠিকমতো কাজ করবে না। নেট কানেকশন পেলেও স্পিড অনেক কম। স্পিড এতটাই কম হবে যে, যে কেউ ধৈর্য্যহারা হয়ে যাবে। সাধারণত  প্রক্সি নেট গুলা এমনই হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App

আপনি চাইলে Melon vpn বা solo vpn ব্যাবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি VPN এ ভালো পারফম্যান্স পাবেন না।বারবার ডিসকানেক্টিং প্রবলেম হবে।তাই আপনি PROXY CHANGER ইউজ করতে পারেন।এতে আপনি আপনার IP+PORT যে দেশে কানেক্ট করতে চান তাতে রাখতে পারবেন। সবচেয়ে ভাল হবে PROXYDROID ইউজ করা।এতে সবচেয়ে ভাল পারফরম্যান্স পাবেন।কিন্তু এতে রুট পারমিশন লাগে।তাই রুট না থাকলে আপনি POESTERN ইউজ করুন।তবে একান্ত VPN চাইলে SOLO VPN ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App