Share with your friends

কনডেনসার হলো এক প্রকার কপারের তৈরি চিকন পাইপ।রেফ্রিজারেন্ট গ্যাস এর ভিতর দিয়ে চলাচলের করে।এসি,ফ্রিজে কনডেনসার ব্যবহার করা হয়।যখনই বাষ্পীয় রেফ্রিজারেন্ট কনডেনসারের ভিতর দিয়ে যায় তখন তা তরলে পরিণত হয়।তারসাথে প্রচুর তাপ নিঃসরণ করে।

Talk Doctor Online in Bissoy App

condenser/capasitor হলো একটি ইলিক্ট্রিক ডিভাইস।যা সামান্য পরিমাণ তড়িৎ শক্তি সঞ্চয় করতে পারে। বাংলায় এটাকে বলা হয় ধারক।

Talk Doctor Online in Bissoy App

বাষ্পকে ঠাণ্ডা করে জলে পরিণত করার যন্ত্রকে Condenser বলে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App