শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শপথের কাফফারা হলো দশ জন মিসকিনকে মধ্যম মানের খাদ্যদান। অথবা তাদেরকে বস্ত্রদান অথবা একজন ক্রীতদাস মুক্তকরণ। আর এগুলো করার যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোযা পালন। (সুরা মায়েদাঃ ৮৯) রমযান মাসে দিনের বেলায় যে যৌনমিলন করে সে মুকিম তথা অবস্থানকারী রোযাদার হলে তার উপর বড়-কাফফারাহ আল কাফফারাতুল মুগাল্লাযাহওয়াজিব হয়। আর তা হলোঃ (১) গোলাম আযাদ করা, আর তা সম্ভব না হলে। (২) একাধারে ৬০টি রোযা রাখা, আর সেটিও সম্ভব না হলে। (৩) ৬০ জন মিসকীনকে এক বেলা খানা খাওয়ানো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ