SSC এর জন্য বাজারে যে সাজেশন বইগুলা (পাঞ্জেরী/লেকচার) পাওয়া যায় ওইগুলা কেমন? কতটুক কমন পাওয়া যাবে ওইগুলা ফলো করলে? ছাত্র কিছুই পড়েনি। এই ৫-৬ মাস অইগুলা ফলো করে পড়লে মোটামুটি রেজাল্ট করা কি সম্ভব ?
Share with your friends

লেকচার, পাঞ্জেরি(বিশেষত পাঞ্জেরি) বই মোটামুটি মানসম্মত। পড়লে হয়তো পাশ আসবে। তবে ভালো ফলাফলের জন্য পাঠ্যবই পড়ার বিকল্প নেই। এবারের জেএসসি, এসএসসি পরীক্ষার অধিকাংশ প্রশ্নই বই থেকে হয়েছে, গাইড বা টেস্ট পেপার থেকে কমন পড়েনি।

Talk Doctor Online in Bissoy App