RushaIslam

Call

কোনোপ্রকার ক্রিম ব্যবহারেই আপনি ফর্সা হতে পারবেন না। কিছু কিছু পাকিস্তানী ক্রিম আছে যেগুলি ব্যবহারে আপনি খুব দ্রুত ফর্সা তো হবেন কিন্তু পরবর্তিতে আপনার স্কিন ড্যামেজ এমনকি স্কিন ক্যান্সার হতে পারে। কাজেই এইসব প্রোডাক্ট ব্যবহার থেকে দূরে থাকুন এবং প্রাকৃতিক উপায়ে ফর্সা হওয়ার চেষ্টা করুন। মূলত ফর্সা হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর করে জিনের উপর এবং তা হরমোন জনিত কারণে এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে পরিবর্তন হতে পারে। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবেনা জনাব,আপনি নিচের উপায় গুলি ফলো করুন,ইনশাআল্লাহ খুব দ্রুত ফল পেয়ে যাবেন।

  • ফর্সা হবার জন্য সব থেকে ভাল উপায় হল ভাতের মাড় এবং ভাত। আপনার যেহেতু ব্রণ নেই তাই আপনি প্রতিদিন কমপক্ষে দুইবার ভাতের মাড় ব্যবহার করবেন।  
  •  এলোভেরা জেল+গোলাপ জল+ভাত একত্রে করে  উপটান বানান। ভাত যেন শক্ত না থাকে তাই ভাত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই উপটানটি প্রতিদিন লাগান।ইনশাআল্লাহ ছোপ দাগ ও  মুখ ফর্সা হতে এটি যথেষ্ট কাজ দিবে।
  •  এছাড়া যদি কোনো স্থানে ছোপ দাগ আছে সেস্থানে মধু ম্যাসাজ করুন ৫মিনিট করে প্রতিদিন ২বার।  
  • প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমান।   
  • ৮ গ্লাস করে পানি পান করুন।   
  • দিনে অন্তত একবার ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করবেন।  
  • আপনার ত্বকের ধরন অনুযায়ী ফেইসওয়াশ ব্যবহার করুন।   
  • কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করার জন্য কাজ করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সবার আগে বলে রাখি এ ধরণের কোন ক্রিম নেই যে আপনার ত্বক ফর্সা করবে। বাজারে অনেক ক্রিমই পাওয়া যায় বটে তবে সেগুলো কিছুদিনের জন্য আপনার ত্বকের মেলানিন কমিয়ে দিতে পারে। এতে কিছুদিনের জন্য আপনার ত্বক ফর্সা দেখা যেতে পারে। এরপর আবার আগের মত হয়ে যাবেন। তাই এই ক্রিমগুলো ব্যবহার চালিয়ে যেতে হয় এত লম্বা সময় ধরে এই ক্রিমগুলো ব্যবহার করার ফলে ত্বকের মেলানিন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান কমে যায়। এতে ত্বক ফর্সা হয় ঠিকই কিন্তু রোদের অতিবেগুনি রশ্মি ও অন্যান্য ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে ত্বককে আর রক্ষা করতে পারে না। কারণ ত্বকের প্রয়োজনীয় মেলানিন তখন আর ত্বকে থাকে না। এতে ত্বকের ক্যান্সারসহ নানান ধরণের সমস্যা দেখা দেয়। তাই ভাই ফর্সা ত্বকের চেয়ে একটি সুস্থ ত্বক বেশি প্রয়োজন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কিছু কাজ করাই যায়।

  • প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমান।
  • ৮ গ্লাস করে পানি পান করুন।
  • মাথার ত্বক এবং ত্বক দুইই পরিষ্কার রাখুন।
  • সপ্তাহে একদিন আপনার বিছানা চাদর, বালিশের কভার, চিরুনি, তোয়ালে গরম পানি দিয়ে ধুয়ে দিবেন।
এখানে আপনি ময়েশ্চারাইজিং ক্রিম ব্যাবহার করে দিনে একবার মুখ ধৌত করতে পারেন। ময়েশ্চারাইজিং ক্রিম ত্বকের জন্য উপকারী। এরপরে আরো একটা কাজ করা যায় নিজের মুখের ধরনের উপর ভিত্তি করে ফেসওয়াস ব্যাবহার করতে পারেন। আর হ্যা,, গুরুত্বপূর্ণ একটা টিপস আমি দেব সেটা হলো শারীরিক পরিশ্রম করুন,এতে ত্বকে অক্সিজেন এর সরবরাহ বাড়বে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ