আমরা মাসের অর্ধেক দিন চাঁদ দেখি কথাটা ভুল। আমরা মাসের প্রায় ২৭/২৮ দিন চাঁদ দেখি। যে দুই দিন আমরা চাঁদ দেখি না তাকে অমাবস্যা বলে।অমাবস্যার সময় চন্দ্র ও সূর্য পরস্পরে পৃথিবীর বিপরীত দুই দিকে অবস্থান করে। ফলে সূর্যের আলো চাঁদে পৌঁছে না আর এজন্য আমরা চাঁদ দেখি না। এছাড়া মাঝে মাঝে দিনের বেলা চাঁদ উঠলে সুর্যের আলোর জন্য তা কিছুক্ষণ সময় নাও দেখা যেতে পারে, তবে এটা সাময়িক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অর্ধেক চাঁদ অন্ধকারের জন্য দেখা যায়না ৷ সুর্যের আলো চাঁদের গায়ে যতটুকু পরে ততটুকু আমরা দেখি ৷ বাকিটা অন্ধকার থাকে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ