এই প্রশ্নের উত্তর বিধি-৭২ বা Rule-"72" এর মাধ্যমে জানা যায়।Rule-"72" বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হয় তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।

সূত্র: বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে,n=(72÷i)

এখানে n=বছর,i=সুদের হার

অতএব,মূলধন দ্বিগুণ হবে=(72÷10)=7 বছর 2 মাসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেওয়া আছে,

মুনাফার হার (r)= ১০%=(১০/১০০)

মূলধন (A) = আসল×২= (P×2)

বছর n =?

আমরা জানি,

A = P(1+rn)

2P= P +Prn

P= P×n ×(০.১)

০.১×n= ১

n= ১০

১০ বছর পর মূলধন সুদে আসলে দ্বিগুণ হবে।


(বিঃ দ্রঃ আপনি আপনার মুনাফা সরল নাকি চক্রবৃদ্ধি তা উল্লেখ করেননি। যেহেতু মুসাব্বির ভাই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটি করেছেন, তাই আমি সরল মুনাফা দিয়ে করে দিলাম।)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ