আমার এলাকার এক দরিদ্র বৃদ্ধ--২০০২ সালে(প্রায় ১৪ বছর আগে)  অগ্রণী ব্যাংক থেকে ৳৭০০০(সাত হাজার টাকা) কৃষি ঋণ গ্রহন করেন। গত- ০৯ মে ২০১৯-  ব্যাংক একটি নোটিশ প্রদান করে বৃদ্ধ লোকটিকে। যেখানে সুদে-আাসলে সর্বমোট টাকার পরিমান ছিল ৳২৫০০০(পঁচিশ হাজার) টাকা। কিন্তু আমি শুনেছি কৃষি ঋণের টাকা সুদ বেড়ে সর্বোচ্চ আসল/মূল টাকার দ্বিগুণ হতে পারে।যেমন, ৭০০০ টাকায় সুদে-আসলে সর্বোচ্চ ১৪০০০ টাকা হতে পারে। আমি ঐ দরিদ্র বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে চাই। তাই আমি জানতে চাই,  ৭০০০টাকা ১৪বছরে সুদ বেড়ে সর্বোচ্চ কত টাকা হতেপারে?আশা করি, আমার  সাথে আপনারাও সঠিক উত্তর দিয়ে সাহায্যে এগিয়ে আসবেন।,,,, ধন্যবাদ,,,,  


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আসলে তারা চক্রবৃদ্ধি মুনাফা বা সুদে টাকা হিসাব করেছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ