আমার বয়স ১৭ বছর, আমার ডান অণ্ডকোষ এ একটা ছোট আর অনেক শক্ত কি যেন একটা  জিনিস লক্ষ করতেছি কোনো ব্যাথা নাই কিন্ত অনেক শক্ত, মুখে যেমন গুটা বা পিম্পল হয় ঠিক তেমনই কিন্ত এটার কোনো মুখ নাই, প্রায় ৪/৫ মাস ধরে দেখতেছি, এখন আমি কি করব? একটা কিসের জন্য হলো? আমি যদি ব্লেড দিয়ে এটাকে কেঁটে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে? কারন জিনিস টা ছোট, বড় না! একটা পিম্পলের সমান 
শেয়ার করুন বন্ধুর সাথে