জি, ২য় পর্যায়ের আবেদন করতে পারবেন তবে শুধু ৩টি কলেজ সিলেক্ট করলে আবেদন করতে অক্ষম হবেন। আপনি সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০ কলেজ সিলেকশনের মাধ্যমে আপনার আবেদন সাবমিট করতে পারবেন।  

আপনি কোনো কলেকের সিট/আসন সংখ্যা ফাকা আছে কিনা বা কতটি ফাকা আছে এগুলো দেখতে হলে আপনাকে https://www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে বাম পাশের নির্দিষ্ট বোর্ডের উপর ক্লিক করলেই একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে।  উক্ত পিডিএফ ফাইলের ঐ বোর্ডের সকল কলেজের আসন সংখ্যা বা ফাকা আসন সংখ্যা এসকল ইনফরমেশন দেওয়া থাকবে। আপনাকে কলেজের নাম খুজে বের করে ঐসকল তথ্য খুজে নিতে হবে। 


তবে হ্যা, আগামি ১৮ তারিখের পর যদি আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করেন তবে ফাইনাল আপডেট করা ইনফরমেশন পাবেন কারন এখনও স্টুডেন্টস উক্ত কলেজগুলোতে ভর্তি হচ্ছে যারা উক্ত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে।                
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ