Call

টাকা ‌যদি প্রত্যেক দেশ নিজে ছাপাতে পারতো তাহলে কোনো দেশই গরিব থাকতো না । এটা সম্ভব নয় । দেশেও টাকা বানানো হয় তবে সেটা জাল টাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AHABIR

Call

সব দেশেরই ইচ্ছা মত টাকা ছাপানোর ক্ষমতা আছে। কিন্তু কেন সবাই ইচ্ছা মত টাকা ছাপে না।  তার কারন হল...  যে দেশের সম্পদ যত টুকু ঐদেশ ঠিক ততটুকু টাকা ছাপে। তার চেয়ে বেশি টাকা ছাপালে দেশে মুদ্রাস্ফিতি হবে।  মানে সম্পদের চেয়ে টাকার পরিমান বেশি হবে। যেমন মনে করুন,  একটি দেশের মোট সম্পদ বলতে ৫ টা কলা আছে এবং মোট টাকা আছে ১০ টাকা। তা হলে প্রতি কলার দাম হল ২ টাকা করে। পরের বছর যদি ঐ দেশ ২০ টাকা ছাপায় তাহলে কিন্তু প্রতি কলার দাম হবে ৪ টাকা করে। এাটই হল মুদ্রাস্ফীতি। তাই প্রতিটা দেশ টাকা ছাপানোর পূর্বে তার মোট সম্পদ এর হিসাব করে,  তার উপর ভিত্তি করে টাকা ছাপে। মানে দেশে সম্পদ যত বাড়বে তত টাকাও বাড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ