আমি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি পদে এপ্লাই করেছি এখন আমার পরীক্ষার 17 ই জুন এখন আমি পরীক্ষা দিতে গেলে আমার কি কি কাগজপত্র লাগবে.? 
Share with your friends
kazitamim

Call

র্থীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ কর পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:





সকল শিক্ষাগত যােগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরসমূহ সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা ১ম বা তদুর্ধ গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। । সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলারসহ হতে হবে)। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। । চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। । দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

বর্তমান ঠিকানাসহ ৯"x ৪" আকারের একটি ফেরত খাম।

Talk Doctor Online in Bissoy App