RushaIslam

Call

১। জেফ বেজোসঃ পৃথিবীর সবচেয়ে বড় ইকমার্স ওয়েবসাইট এমাজনের উদ্যোক্তা ও সিইও জেফ বেজোস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার।  ২। বিল গেটসঃ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার। ৩। ওয়ারেন বাফেটঃ ওয়ারেন বাফেট এই সময়ের একজজ জনপ্রিয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বক্তা। তার মোট সম্পদের পরিমাণ ৯১ বিলিয়ন ডলার।  ৪। বার্নার্ড আর্নল্টঃ খ্যাতনামা ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটনের সি ই ও আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার।  ৫। মার্ক জুকারবার্গঃ জুকারবার্গ ফেসবুকের একজন উদ্যোক্তাদের মধ্যে একজন। তার মোট সম্পদের পরিমাণ ৭৪ বিলিয়ন ডলার। ৬। আমান্সিও অর্তেগাঃ বিখ্যাত পোশাকের ব্র্যান্ড জারা ফ্যাসনের উদ্যোক্তা অর্তেগার মোট সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার। ৭। কার্লোস স্লিম হেলু; মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম হেলুর মোট সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন। ৮। কোক ব্রাদারঃ চার্লস আর ডেভিড কোক দুইজনে মিলে আমেরিকার কোক ইন্ডাস্ট্রিজ চালান। এই দুইজনেই ৬০ বিলিয়ন ডলারের মালিক। ৯। ল্যারি এলিসনঃ ল্যারি এলিসন সফটওয়্যার কোম্পানি ওরাকলের নির্মাতা ও প্রাক্তন সি ই ও। তার মোট সম্পদের পরিমাণ ৫৮ বিলিয়ন। ১০। মাইকেল ব্লুমবার্গঃ আমেরিকান রাজনীতিবিদ, দাতা ও ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গের মোট সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ