শেয়ার করুন বন্ধুর সাথে

কুরআনে তিন ধরনের অন্তরের বর্ণনা রয়েছে। ১. আম্মারাহ বা গুনাহের প্রতি কুমন্ত্রণা দানকারী অন্তর। ২. লাওওয়ামাহ বা গুনাহের ব্যাপারে ভর্ৎসনাকারী অন্তর। ৩. মুতমাইন্নাহ বা প্রশান্ত অন্তর। আম্মারাহ অন্তর সব সময় গুনাহের প্রতি কুমন্ত্রণা দেয়, মানুষকে গুনাহের ব্যাপারে প্ররোচিত করে। লাওওয়ামাহ অন্তর গুনাহ হয়ে গেলে ভর্ৎসনা করে, নিজেকে নিজে দোষারোপ করে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে বলে। আর মুতমাইন্নাহ অন্তর হল প্রশান্ত অন্তর, যা গুনাহের ধারেকাছেও যায় না; সর্বাবস্থায় আল্লাহর রাহে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ