জাহাজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ কি?জাহাজে চাকুরি কেমন হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে

সাগর পছন্দ করেন যারা ও ভ্রমণপিপাসুদের জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং সত্যিই ভালো।   এক্ষেত্রে এজন্য মেরিন ইঞ্জিনিয়ারকে যা করতে হয়ঃ ১.জাহাজ চালানো,জাহাজের ইঞ্জিন সমস্যার সমাধান ও তার রক্ষণাবেক্ষণ করা ও জাহাজের অন্যান্য সমস্যা। ২.জাহাজের নেভিগশন ও সাউন্ডিং নেওয়া সহ মেরিন প্রকৌশল সংক্রান্ত কাজ।  ৩.    বন্দরের কাজের ক্ষেত্রে জাহাজ নোঙর দুর্যোগ ও বিপর্যয়ের পূর্বাভাসসহ সাগরের অবস্থা পর্যবেক্ষণ করা এক্ষেত্রে উল্লেখ্য যে ইন্জিন নিয়ে যারা পড়েন তাদের জন্য ডেক বা নটিক্যাল বিভাগের কাজ একটু কষ্টসাধ্য হবে। জাহাজে ডেক বিভাগ ও ইন্জিন বিভাগ অনুসারে চাকরি হয়। সেক্ষেত্রে উপরের জিনিসগুলো মেরিন ইন্জিনিয়ারদের করতে হয়।যদি বিদেশি প্রতিষ্টান কর্তৃক চাকরি হয় তবে বেতন বেশি হয়।আর দেশী প্রতিষ্ঠান হলে বেতন একটু কম হয়।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ